আরিফুল ইসলাম জিমন,দিনাজপুর◊◊
দিনাজপুরের ঘোড়াঘাটে বাড়ী ঘর ভাংচুর, বসত ভিটা থেকে উচ্ছেদের ভয়ভীতি প্রদর্শনের প্রতিবাদে এবং ভূমি দস্যুদের হাত থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগী আদিবাসী পরিবারের সদস্যরা।
শনিবার (২৪ ডিসেম্বর) বিকেলে আদিবাসী উন্নয়ন সংস্থার সামনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ভূক্তভোগী পরিবারের পক্ষে শ্রী মোংলা পাহাড়ী তার লিখিত বক্তব্যে উল্লেখ করেন ঘোড়াঘাট পৌরসভা, শহরগাছি ১১২ নং মৌজার খতিয়ান নং ২১, দাগ নং ২, ১৪, জমির পরিমাণ ৪.১৬ একর। তাদের দাদা, পিতা ও এস,এ মালিকদের নিকট হইতে ক্রয় সূত্রে এবং কিছু অর্পিত সম্পত্তি সরকারের কাছ থেকে লিজ নিয়ে ১’শ বছর ধরে ভোগ দখল সহ আমরা বসবাস করে আসছি। এতে কিছুদিন হতে ভূমি দস্যু রঞ্জু সহ তার সহযোগিরা নিজেদের জমি দাবী করে বসত ভিটা থেকে উচ্ছেদের ভয়ভীতি সহ মোটা অংকের চাঁদা দাবী করে আসছে। এ ছাড়াও ভূমি দস্যুরা ভয়ভীতি দেখে আমাদের কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নেয়।
সংবাদ সম্মেলনে ভূক্তভোগী পরিবারের সদস্যরা উর্দ্ধতন কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন। এ সময় ২৫ থেকে ৩০টি পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।