আরিফুল ইসলাম জিমন,দিনাজপুর♦♦
দিনাজপুরের ঘোড়াঘাটে র্যালী, আলোচনা সভা, ফলের চারা বিতরণ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস-২০২৩ পালিত হয়েছে। দিবসটির মূল প্রতিপাদ্য বিষয় ছিল “প্লাস্টিক দূষণের সমাধানে, সামিল হই সকলে।”
সোমবার (৫ জুন) সকালে একশন এইড বাংলাদেশ, এলআরপি-৪৫, এর আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা কর্ণারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে একশন এইড বাংলাদেশ ঘোড়াঘাট শাখার সিনিয়র কৃষি কর্মকর্তা আব্দুল কাইয়ুম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রফিকুজ্জামান।
এ সময় সংস্থার প্রোগাম ম্যানেজার ইকবাল হোসেন, উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাখাওয়াত হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন। শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ কারী ও ৮০ জন সদস্যাকে দুটি করে ফলের চারা বিতরণ করা হয়।