ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে র্যালী, আলোচনা সভা, চিত্রাঙ্কন ও পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
রবিবার (১৭ মার্চ) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, ঘোড়াঘাট সরকারি কলেজ ও উপজেলা বিভিন্ন দপ্তর সহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।
এর আগে দিবসটি উপলক্ষে র্যালী ও এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুররাফে খন্দকার সাহানশা।
অনুষ্ঠানে উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকারের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভ‚মি) মাহমুদুল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহফুজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রফিকুজ্জামান, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস এম মনিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা জগদীশ চন্দ্র রায়, ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) এনামুল হক, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সদের আলী খন্দকার সহ অনেকে। পরে একই অনুষ্ঠানে ভোক্তা অধিকার দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।