ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণীর মধ্য দিয়ে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪ এর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) পৌনে ১২ টায় সারাদেশে একযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪ এর উদ্বোধন করেন। এরই ধারাবাহিকতায় উপজেলার ওসমানপুর বালিকা উ”চ বিদ্যালয় মাঠে
উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে ও এসএম মনিরুল ইসলামের সঞ্চালনায় এক আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. সারোয়ার হাসান, সহকারী কমিশনার (ভ‚মি) মাহমুদুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বিপ¬ব কুমার দে, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন, ১নং বুলাকীপুর ইউপি চেয়ারম্যান সদের আলী খন্দকার, ৩নং সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, ৪নং ঘোড়াঘাট ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান ভুট্টু, উপজেলা খামারি এসোসিয়েশনের সভাপতি শাহ নেওয়াজ, খামারি কৌশিক মন্ডল প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রাণিসম্পদ সম্প্রসারণ উপ-সহকারি কর্মকর্তা আব্দুল মতিন।
প্রদর্শনীতে ৩৬টি স্টলের অংশগ্রহণে ৬ ক্যাটাগরিতে ১৮ জনের মাঝে ১ম পুরষ্কার হিসেবে ২ হাজার ৮ শত টাকা, ২য় পুরষ্কার হিসেবে ২ হাজার টাকা, ৩য় পুরষ্কার হিসেবে ১ হাজার ৫ শত টাকা ও অংশগ্রহণকারী সকল খামারীদের মাঝে ১ হাজার টাকার চেক বিতরণ করা হয়।