ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুর ঘোড়াঘাটে পুকুরের পানিতে খেলতে নেমে ডুবে গিয়ে আব্দুর রহমান (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ দূর্ঘটনায় আরও ২ শিশু আশঙ্কাজনক ভাবে দিনাজপুর এম আব্দুর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৯ জুন) সকাল আনুমানিক সাড়ে ১০ টার দিকে উপজেলার ২নং পালশা ইউপির বেলওয়া গ্রামে এ দূর্ঘটনা ঘটে। মৃত শিশুটি বেলওয়া গ্রামের আব্দুস সোবহানের ছেলে।
অপর দুই ২ শিশু সোবহান (৭) একই ইউনিয়নের বেলওয়া নয়ন দিঘির মোমিনের ছেলে ও শাহিনুর (৬) শালগ্রামের হোসেনের ছেলে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও মৃত শিশুর পরিবার সূত্রে জানাগেছে, মৃত ও অপর দুই শিশু বাড়ির পাশে পুকুরে খেলাধুলাসহ গোসল করতেছিল। এমতাবস্থায় স্থানীয় লোকজন শিশু ৩টিকে পানিতে ডুবতে দেখে চিৎকার দিলে স্থানীয় ও পরিবারের লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রহমান নামের ওই শিশুকে মৃত ঘোষণা করেন।
এছাড়া অপর দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁদেরকে দিনাজপুর এম আব্দুর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করেন।
ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (ভারপ্রাপ্ত) পার্থ জ্বিময় সরকার জানান, আব্দুর রহমান নামের শিশুটিকে সকাল ১১টা ২০ মিনিটে মৃত অবস্থায় পেয়েছি।
অপর দুই শিশুকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দিনাজপুর এম আব্দুর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
ঘোড়াঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দেবব্রত রায় জানান, এ বিষয়ে একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।