ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরের ঘোড়াঘাটে বাংলা নববর্ষ-১৪৩১ পালিত হয়েছে।
গতকাল রবিবার পহেলা বৈশাখ সকাল ৮ টায় বাংলার ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের নেতৃত্বে এক মঙ্গল শোভাযাত্রা বের হয়।
মঙ্গল শোভাযাত্রা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা সহ উপস্থিত সকলের জন্য বাংলার ঐতিহ্যবাহী খাবার পান্তা ভাতের আয়োজন করা হয়।
এরপর দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের অংশগ্রহণে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের গান, বাউল গান, লোকসংগিত সহ বিভিন্ন ধরণের গান পরিবেশন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব আখতানুন নেছা শিউলির সরব উপস্থিতিতে এতে অংশগ্রহণ করেন, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এসএম মনিররুল ইসলাম, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার সহ অনেকে।
অনুষ্ঠান শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে সকলকে আনন্দ দেয়ার জন্য উন্মুক্তভাবে ফ্রি লটারির টিকিট দেয়া হয় এবং এর মধ্যে লটারির মাধ্যমে ১০ বিজয়ীকে পুরস্কিত করা হয়।