ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে ধানক্ষেত থেকে ফেরদৌসী বেগম (২৩) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৮ নভেম্বর) বিকাল ৪ টায় উপজেলার ২ নং পালশা ইউপির কৃষ্ণপুর মরিচা গ্রামের ১টি ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত ফেরদৌসী ওই গ্রামের সাগর মিয়ার স্ত্রী বলে জানা গেছে।
পরিবার সূত্রে জানাযায়, ফেরদৌসী গরুর ঘাস কাটার উদ্দেশ্যে সকাল ১০ টার দিকে বাড়ি থেকে বের হয়। এরপর দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেলেও সে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তার সন্ধান করার এক পর্যায়ে ১টি ধানের জমিতে গিয়ে দেখতে পায় ক্ষেতের এক কোনে স্যাতস্যাতে কাদাযুক্ত স্থানে ফেরদৌসীর মরদেহ পড়ে আছে। পরে স্থানীয়রা থানায় খবর দেয়।
এ বিষয়ে ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, লাশটি উদ্ধার করা হয়েছে। সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য আগামীকাল মর্গে প্রেরণ করা হবে। মৃতের পরিবারের সাথে কথা বলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।