ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বজলুর রশিদ (৫৬) নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। তিনি উপজেলার ১নং বুলাকীপুর ইউপির ১নং ওয়ার্ডের মৃত আমজাদ হোসেনের ছেলে।
মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৪ টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক ঘোড়াঘাট উপজেলার দামোদরপুর শৌলা এলাকার সোনামুখি বাজার সংলগ্ন এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক ওই ইউপি সদস্য মেয়েকে নিয়ে মোটরসাইকেল যোগে তার বিয়াই বাড়ি চিরিরবন্দর থানার আমবাড়ীতে যাওয়ার পথে ঘটনাস্থলে পৌছলে তার মোটরসাইকেলের সাথে দিনাজপুর হইতে ঢাকা গামী একটি চাল বোঝাই ট্রাক ( যাহার নং ঢাকা-মেট্রো-ট-১৬-১৪১৪) এর মুখো-মুখি সংঘর্ষে হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক বজলুর রশিদ মৃত্যুবরণ করেন এবং তার মেয়ে ছিটকে রাস্তার পাশে পরে গিয়ে গুরুতর আহত হয়।
এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, ঘটনার পরেই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। মালবোঝাই ট্রাকটি আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।