দিনাজপুরের ঘোড়াঘাটে রাস্তায় দাঁড়ানো একটি ট্রাকের সাথে চলন্ত অপর একটি ট্রাকের ধাক্কায় ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছে।
সোমবার (২৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার সময় ঘোড়াঘাট উপজেলার ইসলামপুর মসজিদ সংলগ্ন রাস্তার পাশে এ দূর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, সিরাজ শেখের ছেলে ট্রাক চালক শিলন মিয়া (৪০) ও আব্দুর রাজ্জাকের ছেলে ট্রাকটির হেলপার সাইফুল ইসলাম (২২)। তারা দুজনেই কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাশআরা গ্রামের বাসিন্দা।
জানা যায়, ঘোড়াঘাট উপজেলার ইসলামপুর মসজিদ সংলগ্ন রাস্তার পাশে বগুড়ার উদ্দেশ্য দাড়িয়ে থাকা বালুভর্তি একটি ট্রাককে (বগুড়া -ট-১১-১৯২৩) পঞ্চগড় থেকে আসা পাথর বোঝাই আরেকটি ট্রাক (কুষ্টিয়া-ট-১১-২০৯৭) নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে সজোরে ধাক্কা দিলে ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালক মারা যায় এবং স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় হেলপারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ ফারহান তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির জানান, লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। দূর্ঘটনা কবলিত ট্রাকটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। ট্রাকটির মালিক ও নিহতদের পরিবারের লোকজনকে খবর দেয়া হয়েছে। তারা আসলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।