ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে জমাজমি সংক্রান্ত বিরোধের জেরে ছুরিকাঘাতে ২ যুবক নিহত ও উভয় পক্ষের ৬ জন আহত হয়েছে।
বুধবার (২৫ জানুয়ারী) সকাল ৯ টায় উপজেলার খোদাদপুর গ্রামের চুনিয়াপাড়া এলাকার চারমাথা নামক স্থানে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
সরজমিনে গিয়ে জানা যায়, উপজেলার খোদাদপুর চুনিয়াপাড়া গ্রামের ওমর ফারুক ও একই এলাকার হায়দার আলীর সাথে ২৮ শতক জমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। ঘটানার দিন হায়দার আলীর ছেলে মনোয়ার হোসেন মিম (২৪) ও ইসমাইল হোসেনের ছেলে রাকিব হোসেন (২২) মোটর সাইকেল যোগে তাদের স্থাপনকৃত গভীর নলকুপের পাশে পৌছলে সড়কের অপর পার্শ্বে বসবাসরত ওমর ফারুক তার দলবল নিয়ে অতকির্ত ভাবে তাদের উপর হামলা চালায় ও উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
এ সময় স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় মিমকে উদ্ধার করে প্রথমে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। অপরদিকে রাকিবকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করলে সে পথিমধ্যে মারা যায়। এছাড়া প্রতিপক্ষ ওমর ফারুকের পক্ষে ৪ জন আহত ও হয়দার আলীর পক্ষে ২ জন আহত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন দিনাজপুর জেলার পুলিশ সুপার শাহ ইফতেখার আহম্মেদ।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির, এ হত্যাকান্ডের ঘটনায় ওমর ফারুক সহ ৩ জনকে আটক করা হয়েছে ও মামলা প্রক্রিয়াধীন রয়েছে।