ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে গলায় ফাঁস দিয়ে সাগর চন্দ্র বর্মন (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছে। তিনি উপজেলার চাঁদপাড়া গ্রামের শ্রী ফনি চন্দ্র বর্মনের ছেলে।
সোমবার (৮ মে) দুপুরে পুলিশ মৃতের পাশের বাড়ির গোয়াল ঘর থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশটি উদ্ধার করে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মৃত সাগর চন্দ্র বর্মন দীর্ঘদিন থেকে বুক ও পেটের জ্বালাপোড়া সহ বিভিন্ন রোগে ভুগছিলেন।
আজ সোমবার সকাল থেকে বাড়ির লোকজন সাগরকে দেখতে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির এক পর্যায়ে পার্শবর্তী বাড়ির একটি গোয়াল ঘরের তীরের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পায়। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। এ আত্মহত্যার ঘটনায় ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ঘোড়াঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়ন্ত কুমার সাহা জানান, মৃত যুবক দীর্ঘদিন থেকে বিভিন্ন রোগে ভুগছিলেন বলে আমরা জানতে পেরেছি। এ ব্যাপারে মৃতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশটি সৎকারের জন্য অনুমতি দেওয়া হয়েছে।