আরিফুল ইসলাম জিমন,দিনাজপুর◊◊
দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের আয়োজনে ইফতার ও পুণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ এপ্রিল) উপজেলা পরিষদ হলরুমে এ ইফতার মাহফিল ও পুণর্মিলনী অনুষ্ঠিত হয়। এতে ঘোড়াঘাট উপজেলা পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সভাপতি রেজভী হাসান ও সাধারণ সম্পাদক জুহিন কাওসারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রেবেকা মতিন চৌধুরী বানু, ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির, ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার প্বার্থ জ্বিময় সরকার, ওসমানপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোশফেকুল ইসলাম, ঘোড়াঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক জিল্লুর রহমান, সাবেক আহ্বায়ক মনোরঞ্জন মোহন্ত ভুট্টু, বর্তমান সদস্য সচিব আরিফুল ইসলাম জিমন প্রমুখ।
এ সময় এশিয়ান টেলিভিশন প্রতিনিধি মোহাম্মদ সুলতান কবির, সাংবাদিক মাহফুজার রহমান, সোহানুজ্জামান সোহান, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনেকে উপস্থিত ছিলেন।