আরিফুল ইসলাম জিমন,ঘোড়াঘাট♦♦
চার ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন, যার প্রথম ধাপে ঘোড়াঘাট সহ দিনাজপুরের মোট ৩টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৮ মে।
নির্বাচন কমিশন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তফশীল ঘোষণা করার পর দিনাজপুরে রির্টানিং কর্মকর্ত ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম ঘোড়াঘাট উপজেলা পরিষদ নির্বাচনে গণ বিজ্ঞপ্তি জারি করেছেন। তফশীল অনুযায়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান পদে আগামী ১৫ এপ্রিল মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন।
মনোনয়ন পত্র বাছাই ১৭ এপ্রিল, আপিল ১৮ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্রত্যাহার ২২ এপ্রিল, প্রতীক বরাদ্ধ ২৩ এপ্রিল এবং নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৮ মে। ভোট গ্রহণ সকাল ৮ট থেকে বিকাল ৪টা পর্যন্ত।
ঘোড়ঘাট উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহিনুর আলম জানান, এবারে এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৭ হাজার ৪১৫ জন এর মধ্যে পুরুষ ৫৩ হাজার ৩৪৪ জন ও মহিলা ৫৪ হাজার ৭১ জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৪৪টি। অস্থায়ী কক্ষ ২৬৩ ও স্থায়ী কক্ষ ৪৭টি মোট ৩১০টি কক্ষে ভোট গ্রহণ করা হবে।