ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে বেআইনী জনতায় দলবদ্ধ হয়ে পথরোধ পূর্বক হত্যার উদ্দেশ্যে মারপিট করে সাধারণ ও গুরুতর জখম সহ দোকান ঘরে অগ্নিসংযোগ করে ক্ষতি সাধন, ভয়ভীতি, হুমকীপ্রদান ও হুকুমদানের অপরাধে ৪০ জন এজাহার নামীয় ও অজ্ঞাতনামা আরো ৭০/৮০ জনকে আসামী করে ঘোড়াঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আজ শনিবার (২৪ আগস্ট) বাদী সহিদ শেখ এই মামলাটি দায়ের করেছেন। গত ৪ আগস্ট বিকেল ৪ ঘটিকার দিকে পৌরসভা এলাকার ঘোড়াঘাট বাসস্ট্যান্ড চার মাথায় এ ঘটনাটি ঘটেছে ।
মামলায় ঘোড়াঘাট পৌর আ’লীগের সাংগঠনিক সম্পাদক পূর্ব নয়াপাড়া গ্রামের মৃত- আমজাদ হোসেনের পুত্র সেলিম আক্তার সহ ৪০ জনকে এজাহার নামীয় ও ৭০/৮০ জনকে অজ্ঞাতনামা দিয়ে মামলাটি এজাহার ভুক্ত করা হয়েছে। যার মামলা নং- ০৭, ২৪/০৮/২০২৪ইং।
এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদের সাথে কথা হলে তিনি এজাহারের সত্যতা স্বীকার করেছেন।