ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে দিন দিন হত্যাকান্ডের ঘটনা বেড়েই চলেছে। প্রতিনিয়তই এখানে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে হচ্ছে ‘খুন’। গত ২৫ জানুয়ারী জমি সংক্রান্ত বিরোধের জেরে ২ যুবক খুন হয়। এই রেশ কাটতে না কাটতেই আবারও জমি সংক্রান্ত জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আমেনা বেগম (৪৮) নামে এক নারী নিহত হয়েছেন।
শনিবার (৪ ফেব্রæয়ারী) সকালে উপজেলার বারপাইকেরগড় গ্রামে এ হত্যকান্ডের ঘটনা ঘটে। নিহত নারী উপজেলার বারপাইকেরগর এলাকার সেকেন্দারের স্ত্রী।
মৃতের স্বামী সেকেন্দার জানান, আফছারাবাদ কলোনী এলাকার গোলজার আলীর ছেলে মিন্টু মিয়ার সাথে দেড় বিঘা জমি নিয়ে দীর্ঘ ১৭/১৮ বৎসর যাবত বিরোধ চলছে। এমতাবস্থায় সকালে আমার বাড়ীর পার্শ্বের জমিতে চাষ করার জন্য পানি দিতে গেলে মিন্টু মিয়া তার দলবল নিয়ে চাষাবাদে বাধা দেয়। এ সময় তর্কাতর্কির এক পর্যায়ে মিন্টু মিয়া ও তার লোকজন আমার ছেলে ও স্ত্রীকেসহ আমাকে লাঠি-রড দ্বারা মারপিট করতে থাকে। এ সময় আমার স্ত্রী এগিয়ে আসলে হাতাহাতির এক পর্যায়ে মিন্টু মিয়া আমার স্ত্রীর পেটে ছুরি মেরে জমিতে ফেলে দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আমাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় আমার স্ত্রী মারা যায়।
ঘোড়াঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়ন্ত কুমার সাহা জানান, এ হত্যাকান্ডের ঘটনায় প্রাথমিক তদন্ত চলমান রয়েছে। আমেনার লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ও একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন।