ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালিত হয়েছে।
বুধবার একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ৫২’র ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান। এছাড়াও ঘোড়াঘাট থানা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা ও পৌর আওয়ামীলীগ, বিভিন্ন দপ্তর, ঘোড়াঘাট সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, পৌর আওয়ামীলীগের সাধারন-সম্পাদক ও ৪নং ঘোড়াঘাট ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান ভুট্টু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ তৌহিদুল আনোয়ার, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ,
ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস এম মনিরুল ইসলাম, উপজেলা কৃষিকর্মকর্তা মো. রফিকুজ্জামান, উপজেলা প্রকৌশলী সফিকুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকারসহ অনেকে উপস্থিত ছিলেন।
অপরদিকে ঘোড়াঘাট পৌর কেন্দ্রীয় শহীদ মিনারে পৌর মেয়র আব্দুস সাত্তার মিলন, কাউন্সিলরবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন। পরে সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, রচনা ও সুন্দর হাতের লেখার প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝেপুরষ্কার বিতরণ করা হয়।