আরিফুল ইসলাম জিমন,দিনাজপুর◊◊
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়নে রাস্তার দু’ধারে গাছ কেটে সাবাড় করা হলেও দেখার কেউ নেই। মনে হচ্ছে চোরদের মহোৎসব চলছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, বুলাকীপুর ইউনিয়নে বিভিন্ন সড়কের লাগানো গাছগুলো রাতের আঁধারে কেটে সাবাড় করা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, বুলাকীপুর ইউনিয়নে চন্ডিদাসপুর থেকে শালিকাদহ সহ চন্ডিদাসপুর থেকে শ্রীচন্দ্রপুর ও চন্ডিদাসপুর থেকে কুলানন্দপুর সড়কে লাগানো বিভিন্ন প্রজাতির গাছ চোরেরা রাতের আঁধারে কেটে নিয়ে গেছে। এছাড়া হরিপাড়া থেকে বেগুনবাড়ী হয়ে মাগুড়া সড়কটির দু’ধারে লাগানো গাছগুলো একই ভাবে কেটে নিয়ে যাওয়া হয়েছে।
এ ব্যাপারে সংশিষ্ট ইউপি চেয়ারম্যান সদের আলী খন্দকারের সাথে কথা হলে তিনি জানান, চোরেরা রাতের আঁধারে গাছ কেটে নিয়ে যায়। কোন সড়কে গাছ কাটার সংবাদ পেলে তিনি তাৎক্ষনিক গ্রাম পুলিশ দিয়ে অনেক গাছ আটক করে ইউনিয়ন পরিষদে জমা করেছেন।
এসব গাছ কারা লাগিয়েছে জানতে চাইলে তিনি জানান, তার পূর্বের চেয়ারম্যানের সাথে কিছু সমিতি শর্ত সাপেক্ষে চুক্তির মাধ্যমে গাছগুলো লাগিয়েছে। চোরেরা নিধুয়া মাঠের মধ্য দিয়ে এ সব সড়কের গাছ রাতের আঁধারে কাটলে তা ঠেকানো কোনক্রমেই সম্ভব হচ্ছে না।
এলাকাবাসী জানান, আর ২/৩ মাসের মধ্যে সড়কে লাগানো গাছের আর কোন অস্তিত্ব পাওয়া যাবে না। বুলাকীপুর ইউনিয়নে বিভিন্ন সড়কে লাগানো কেটে নিয়ে যাওয়া গাছগুলোর অনুমান মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা হতে পারে বলে এলাকাবাসী জানান।