ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে সড়ক দূর্ঘটনায় জহুরুল ইসলাম মন্ডল (৭০) নামে এক সার ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি উপজেলার সিংড়া গ্রামের হযরত আলী মন্ডলের ছেলে।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে ঘোড়াঘাট-দিনাজপুর মহাসড়কের সিংড়া ব্র্যাক অফিস সংলগ্ন রাস্তার মোড়ে এ দূর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, নিহত সার ব্যবসায়ী জহুরুল ইসলাম মন্ডল বাড়ি থেকে বের হয়ে রানীগঞ্জ বাজারে যাওয়ার পথে উক্ত স্থানে পৌঁছালে রাস্তা পারাপারের সময় পেছন থেকে আসা দ্রæতগামী একটি মোটরসাইকেল সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
এ সময় চালক সুযোগ বুঝে ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা জহুরুল ইসলামকে গুরুতর অহত অবস্থায় উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মেডিকেল অফিসার ডাঃ ফারহান তাকে মৃত ঘোষনা করেন।