ঘােড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুর ঘােড়াঘাট সৌর বিদ্যুৎ চালিত পাম্পের মাধ্যমে সেচ সংযােগ গ্রহণের গ্রাহক উদ্বুদ্ধকরণ ও গ্রাহক নির্বাচন সভা অনুষ্ঠিত হয়েছে।
সােমবার (১৮ নভেম্বর) বিকাল ৫টায় দিনাজপুর পল্লি বিদ্যুৎ সমিতি ২ এর আয়াজেন সিংড়া ইউপির হলরুমে অনুষ্ঠিত আলােচনা সভায় পরিদর্শক আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় এবং ৩ নং সিংড়া ইউপির চেয়ারম্যান সাজ্জাত হােসেনের সভাপতিত্বে বিশষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমিতি বাের্ড দিনাজপুর পল্লি বিদ্যুৎ সমিতি ২ এর সভাপতি গােলাম কায়সার, বাপবিবার্ড দিনাজপুর নির্বাহী প্রকৌশলী হাবিবুর রহমান ও দিনাজপুর পল্লি বিদ্যুৎ সমিতি ২ এর জিএম প্রকৌশলী বিপুল কৃষ্ণ মন্ডল, ঘােড়াঘাট জােনাল অফিসের ডিজিএম কামরুজ্জামান, রানীগঞ্জ সাব জােনাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক মাহাম্মদ মহদী হাসান প্রমুখ।
আলােচনা সভায়, সৌর বিদ্যুৎ চালিত পাম্পিং সিস্টেমের মাধ্যমে কম খরচ পানি সরবরাহ, উৎপাদিত বিদ্যুৎ গ্রীড বিক্রি করে অতিরিক্ত আয়, পানির স্তর নিচে নেমে গেলেও পানি উত্তালন সুবিধা, যথাযথ রক্ষণাবেক্ষণ করলে ২০ বছর পর্যাপ্ত জ্বালানি খরচ লাগবেনা এবং প্রয়ােজনীয় প্রশিক্ষণ বিষয়ক আলােচনা করা হয়।
উল্লেখ্য; বাংলাদশ পল্লি বিদ্যুতায়ন বাের্ড (বাপবিবা) জিওবি, বাপবিবা এবং এডিবি অর্থায়নে ২১ টি জেলার ৩২ টি পল্লি বিদ্যুৎ সমিতির আওতায় ৫ টি ক্যাটাগরির ২ হাজার সৌর বিদ্যুৎ চালিত অগভীর সেচ পাম্প স্থাপনা করা হয়েছে।