ঘােড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুর ঘােড়াঘাট পৌরসভার পুরাতন বাজারের একটি দােকান অগ্নিকান্ডের ঘটনায় কাদরুল স্টার নামের একটি দােকান পুড়ে ভশ্মীভুত হয়ে গেছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) মধ্যরাতে আনুমানিক আড়াইটার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটছে বলে জানা যায়। এতে দােকানে থাকা প্রায় ৬ লক্ষ টাকার মালামাল পুরে ছাই হয়ে গেছে বলে জানান দােকান মালিক কাদরুল ইসলাম।
দােকানদার ও স্থানীয়রা জানান, সােমবার দিবাগত রাত ১১টায় কাদরুল তাঁর দােকান বন্ধ করে বাড়ি চলে যান। এরপর প্রায় সাড়ে তিন ঘণ্টা পর তাঁর দােকান আগুনে জ্বলতে দেখা স্থানীয়রা পানি দিয়ে আগুন নেভানাের চেষ্টা করে এবং মসজিদে মাইকিং করা হয়। পর খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণ সব কিছুই পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানাে হয়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
জানতে চাইলে ঘােড়াঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, থানা সংলগ্ন পুরাতন বাজারের ভিতর পুড়ে যাওয়া ওই দােকানটি মুদি দাকান হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ও পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীদের সহযােগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।