ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে পৌর আওয়ামী লীগের সভাপতিসহ ৩ জনকেক গ্রেপ্তার করেছে। গত বুধবার রাতে ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হকের নেতৃত্বে এক অভিযানে তাদেরকে গ্রপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা ঘোড়াঘাট পৌর আ’লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ইউনুস আলী মন্ডল, পৌরসভার এস.কে বাজার এলাকার মৃত- নজরুল ইসলামের ছেলে আরাফাত ওরফে হৃদয় ও চকবামুনয়া বিশ্বনাথপুর গ্রামের মৃত-বন্দে আলী মিয়ার ছেলে আবু সাঈদ মিয়া।
এ বিষয়ে কথা হলে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, গত ৪ আগস্ট ঘোড়াঘাট বাসস্ট্যান্ড চার মাথা মোড়ে পথরোধ, অগ্নিসংযোগ ও ভয়ভীতির অভিযোগ এনে গত ২৪ আগস্ট শহীদ শেখ নামের এক ব্যক্তি বাদী হয়ে ৪০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত নামা ৭০/৮০ জনের নামে ঘোড়াঘাট থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং- ০৭। তাং- ২৪/০৮/২০২৪ইং। মামলার তদন্তে অজ্ঞাতনামা আসামীর মধ্যে গেপ্তারকৃতদের সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়ায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সংবাদ লেখা পর্যন্ত গ্রেপ্তারকৃতদের জেল হাজতে প্রেরণের প্র¯‘তি চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।