ঘােড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
“দূর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়ব আগামীর একতা” এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুর ঘােড়াঘাট আন্তর্জাতিক দুর্নীতিবিরাধী দিবস-২০২৪ উপলক্ষে র্যালি, মানববন্ধন ও আলােচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সােমবার (৯ ডিসম্বর) সকাল ৯টায় ঘােড়াঘাট উপজেলায় দুর্নীতি প্রতিরােধ কমিটির আয়ােজনে কমিটির সাধারণ-সম্পাদক কল্যাণ কুমার সাহার সঞ্চালনায় ও সভাপতি তাহমিনা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম।
এ সময় একাডেমিক সুপারভাইজার ধীরাজ সরকার, উপজেলা দুর্নীতি প্রতিরােধ কমিটির সহ-সভাপতি নারায়ণ চন্দ্র ভট্টাচার্য, সাজ্জাদ হােসেন সজল ও সদস্য আসাদুজ্জামান সবুজ সহ বিভিন্ন শ্রেণি পেশার লোক, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।