শেরপুর প্রতিনিধি♦♦
শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি বিষয়ে ইউপি সচিবদের সাথে দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ মে) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প কর্তৃক পরিচালিত গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি বিষয়ক সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মো: আশরাফুল আলম রাসেল।
ওই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এভিসিবি-৩ প্রকল্প এর জেলা ব্যবস্থাপক মো: গোলাম রব্বানী, ঝিনাইগাতী উপজেলা সমন্বয়কারী পলাশ মিয়া, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ দুদু, উপজেলার ৭টি ইউনিয়নের সচিবগণ।
সভায় বক্তারা বলেন, অল্প সময়ে স্বল্প খরচে দ্রুত ন্যায় বিচার পেতে প্রান্তিক জনগোষ্ঠীর আইনি সেবা নিশ্চিত করতে গ্রাম আদালত ব্যাপক ভূমিকা রাখছে। গ্রাম আদালতকে আরও কার্যকর করতে ব্যাপক প্রচার ও জনসচেতনতা প্রয়োজন।
Tags: গ্রাম