জি এম জসীম হাসান, বরিশাল।।
বরিশালের গৌরনদীতে গোপন সংবাদের ভিক্তিতে থানার দক্ষ অফিসার ইনচার্জ জনাবঃ মোঃ আফজাল হোসেনের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করা হয় গৌরনদী পৌরসভার টরকী বন্দরের রায়পট্রি এলাকায়। উল্লেখ্য যে রোববার সকাল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) খায়রুল আলম, উপ-পরিদর্শক (এসআই) সুসান্ত সহ সঙ্গীয় ফোর্স নিয়ে টরকী বন্দরের রায়পট্রি এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক পাইকারি মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। অপর মাদক ব্যবসায়ী আরমান সরদার, মেরীনা বেগম ও খোকন বেপারীকে পুলিশ ৬ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত আরমান সরদার পৌরসভার সুন্দরদী (নবীনগর) মহল্লার কবির সরদারের পুত্র। মেরীনা বেগম পাশ্বর্বতী কালকিনি উপজেলার জাজিরা গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী এবং খোকন বেপারী পৌর এলাকার বড় কসবা মহল্লার লিয়াকত বেপারীর পুত্র। এ ঘটনায় থানার উপ-পরিদর্শক খায়রুল আলম বাদি হয়ে মাদক দ্রব্য আইনে ৪ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। পুলিশ রোববার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেছে।