আমিরুল ইসলাম কবিরঃ
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের ৫ম শ্রেণীর স্কুল ছাত্রী ধর্ষণের প্রতিবাদে ধর্ষক সুমন ও তার সহযোগীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে বাংলাদেশ প্রেসক্লাব গাইবান্ধা জেলা শাখার সভাপতি মোয়াজ্জেম হোসেনেট সভাপতিত্বে এ মানববন্ধনে বক্তব্য রাখেন,উপজেলা বাসদ সভাপতি কমরেড রফিকুল ইসলাম,জাতীয় সাংবাদিক সংস্থা গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক সাজাদুর রহমান সাজু,তালুককানুপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু সাইদ হাসান লিটন ও ভিকটিমের পিতা।
এ মানববন্ধনে বক্তারা ধর্ষক সুমন ও তার সহযোগীদের দ্রুত গ্রেফতারের দাবী জানান এবং সেইসাথে দ্রুত বিচার ট্রাইবুনালের মাধ্যমে ফাঁসীর দাবী জানান। ধর্ষণের ১৮ দিন পরেও আসামী গ্রেফতার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়েও কড়া সমালোচনা করেন বক্তারা।
মানববন্ধন শেষে বিক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা-রংপুর মহাসড়কের ৪১মাইল নামক স্থানে কিছু সময় অবরোধ করেন। অবরোধের কারণে রাস্তার দুই পাশে বিশাল যানজটের সৃষ্টি হয়। পরে স্থানীয় প্রসাশন ঘটনা স্থলে গিয়ে ধর্ষক সুমন ও তার সহযোগীদের গ্রেফতারের আশ্বাস দিলে বিক্ষুব্ধ এলাকাবাসী অবরোধ তুলে নেয়।