গোপালগঞ্জ প্রতিনিধি:
ঢাকা-খুলনা মহসড়কের গোপালগঞ্জের মুকসুদপুরের কলেজ মোড়ে মটরসাইকেল ও গোলডেন লাইনের একটি পরিবহন বাসের সংঘর্ষে ঘটনাস্থলে মারা গেছে শিক্ষার্থী আলামিন ও ব্যাবসায়ী ফয়সাল সরদার । এসময় গুরুত্বর আহত হয় অপর মটরসাইকেল আরোহী লিয়াকত সরদার। লিয়াকত সরদারকে আশংকা জনক অবস্থায় ফরিদপুর মেডিকেলে নেওয়ার সময় তারও মৃত্যু হয়। স্থানীয়রা জানায়,গোলডেন লাইনের ঢাকা গামী একটি পরিবহন বাস গত শুক্রবার রাত ১০ টায় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুর কলেজ মোড়ে পৌছালে বিপরীত দিক থেকে আসা মটরসাইকেলটির সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। পরে বাসটি ব্রেক না করে মটরসাইকেলটিকে ঘসে প্রায় দুই কিলোমিটার নিযে গেলে মটরসাইলে আগুন ধরে যায় পরে মটর সাইকেলের আগুন থেকে বাসটিতেও আগুন ধরে যায়।
পরে স্থানীয়রা নিহত আলামিন ও ফয়সালকে মুকসুদপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপালে নিয়ে আসে। এসময় আশংকা জনক অবস্থায় লিয়াকত সরদারকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল পাঠানো হলে পথে ব্যাবসায়ী লিয়াকতও মারা যায়।
নিহত তিন জনের বাড়ী মুকসুদপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে।