আমিরুল ইসলাম কবিরঃ
মানবিক সহায়তার হাত অসহায় পরিবারের প্রতি বাড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করে চলছেন গাইবান্ধা জেলার পুলিশ সুপার মুহাম্মাদ তৌহিদুল ইসলাম পিপিএম । যিনি গাইবান্ধা জেলায় মানবিক সহায়তা প্রদানে অবদান রাখায় ইতিমধ্যে পুলিশের সর্বোচ্চ পদক পিপিএম (সেবা) পদক পেয়েছেন।
এবার তিনি গাইবান্ধার এক অসহায় বাবা ও মেয়েকে শিকলবন্দী জীবন হতে মুক্তি দিলেন সেই সঙ্গে উন্নত চিকিৎসার ব্যবস্থাও করলেন।
শিকলবন্দীরা হলেন,গাইবান্ধা জেলার সদর থানাধীন খোলাহাটি ইউনিয়নের ২নং ওয়ার্ডের দক্ষিণ আনালেরতাড়ীর বাসিন্দা মানসিক ভারসাম্যহীন বাবা মোহাম্মদ আলী ও মেয়ে রেহেনা খাতুন। তারা দীর্ঘ ৭ বছর ধরে শিকলবন্দী অবস্থায় জীবন যাপন করে আসছিলেন। উক্ত খবরটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তাৎক্ষণিকভাবে মানসিক ভারসাম্যহীন বাবা ও মেয়েকে উন্নত চিকিৎসার জন্য পাবনা মানসিক হাসপাতালে প্রেরণ করেন এবং নগদ অর্থ ও শুকনো খাবার সরবরাহ করেন গাইবান্ধা জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম পিপিএম।
(৪ এপ্রিল) সোমবার তিনি এসব সহায়তার হাত বাড়িয়ে দেন। এ সময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) আবু লাইচ মো:ইলিয়াছ জিকু,টিআই নুরে আলম সিদ্দিক সহ জেলা পুলিশের কর্মকর্তাগণ ও স্থানীয় গণমাধ্যমকর্মীবৃন্দ।