আমিরুল ইসলাম কবিরঃ
গাইবান্ধা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে নিজস্ব মিলনায়তনে আজ (৮ জুন) বুধবার প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের সমন্বয়ে জেলা ইমাম সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,গাইবান্ধা জেলা প্রশাসক মোঃ অলিউর রহমান।
ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ মিরাজুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ বেলাল উদ্দিন,জেলা ইমাম সমিতির সভাপতি মুফতি যোবায়ের আহমেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,ইসলামিক ফাউন্ডেশনের অফিসার মোঃ কামরুজ্জামান,মোঃ গোলাম মর্তুজা,মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দিন প্রমুখ।
সম্মেলনে জেলার বিভিন্ন মসজিদের ২০০ জন ইমাম অংশগ্রহণ করেন।