আমিরুল ইসলাম কবিরঃ
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৫নং মহদীপুর ইউনিয়নে চলাচলের রাস্তা বন্ধ করে দিলো সহোদর মাহমুদ গং-রা। ভুক্তভোগী মতিয়ার রহমান রাস্তা খুলে চলাচলের পথ সুগম করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। অভিযোগ ও সরেজমিনে প্রকাশ,ওই ইউনিয়নের মহদীপুর গ্রামের রাইসমিল সংলগ্ন উত্তরপাড়ার মৃত আবদুর রহিম দর্জির ছেলে মতিয়ার রহমান ড্রাইভারের সাথে সহোদর ভাই মাহমুদ গং-দের মধ্যে জমি জমা সংক্রান্ত বিষয়ে পারিবারিক কলহ বিবাদ চলে আসছিলো। আর এরই ধারাবাহিকতায় মাহমুদ গং-রা মতিয়ার রহমান ড্রাইভারের ৩০ বছরের চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। এসব বিষয়কে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে অকথ্য গালিগালাজ ও মারমুখী পরিস্থিতির সৃষ্টি হয়। ফলে নিরুপায় হয়ে মতিয়ার রহমান ড্রাইভার পলাশবাড়ী থানায় ইতিপূর্বে একাধিক অভিযোগ করলেও স্থায়ীভাবে কোনো সুরাহা মেলেনি। কিছু সময়ের জন্য রাস্তা খুলে দিলেও পুনরায় মাহমুদ গং-রা চলাচলের রাস্তাটি বন্ধ করে দিলে মতিয়ার ড্রাইভার ও তার পরিবারের সদস্যরা অন্যের জমি ও জঙ্গলের ভিতর দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছে। আর এতে করে জঙ্গলের ভিতর দিয়ে চলাচলের ফলে বিষাক্ত সাপ ও পোকামাকড়ের কামড়ে জীবন প্রদীপ নিভে যেতে পারে। এ ব্যাপারে ভুক্তভোগী মতিয়ার রহমান ড্রাইভার বন্ধ রাস্তাটি খুলে দিয়ে স্বাভাবিক চলাচলের পথ সুগমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।