আমিরুল ইসলাম কবিরঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাংবাদিক মুর্শিদা আক্তার সুইটি (৪০) আর নেই। শনিবার ২ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে অসুস্থ্ হয়ে পড়লে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত্যু ঘোষণা করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রজেউন রাজিউন)। সাংবাদিক মুর্শিদা আক্তার সুইটি বগুড়া থেকে প্রকাশিত দৈনিক “মহাস্থান” পত্রিকার গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন ও গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের কার্য নির্বাহী সদস্য এবং গোবিন্দগঞ্জ রিপোর্টাস ফোরামের দপ্তর সম্পাদক হিসেবে কর্তব্যরত ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে গোবিন্দগঞ্জ সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে আসে। সাংবাদিক সুইটি গোবিন্দগঞ্জ পৌরসভার খলসী উত্তর পাড়ার মৃত মিন্টু মিয়ার কন্যা। এক ভাই ও চার বোনের মধ্যে সে ছিল সবার বড়। সংসার জীবনে একমাত্র পুত্র স্বাধীনসহ তিনি অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বোন জামাই আনোয়ার জানান, শনিবার দুপুরে সে কয়েকবার পাতলা পায়খানা করে অসুস্থ্ হয়ে পড়ে। পরে সন্ধ্যায় হাসপাতালে নিয়ে টেস্ট করার পর চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করে। তিনি আরও জানান রবিবার ৩ অক্টোবর সকাল ১০টায় জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে (খলসি উত্তর) দাফন করা হবে। সাংবাদিক সুইটির মৃত্যুতে গোবিন্দগঞ্জের রিপোর্টাস ফোরাম,গোবিন্দগঞ্জ প্রেস ক্লাব, প্রেস ক্লাব গোবিন্দগঞ্জ, বাংলাদেশ প্রেস ক্লাব, গোবিন্দগঞ্জ প্রেস ইউনিয়ন, সাংবাদিক অ্যাসোসিয়েশন, পলাশবাড়ী প্রেস ক্লাব ও জাতীয় সাংবাদিক সংস্থা,উত্তরাঞ্চল সাংবাদিক পরিষদ (উফেসাপ) এর সদস্যবৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশ সহ মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।