আমিরুল ইসলাম কবিরঃ
গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানা পুলিশের অভিযানে ঢাকা-রংপুর মহাসড়কে গাড়ী চেকিংকালে ৩ জন মাদক কারবারীকে ২৪ কেজি শুকনা গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে পলাশবাড়ী থানা পুলিশের পক্ষ থেকে এক প্রেস কনফারেন্সের এ তথ্য জানানো হয়।
এ প্রেস কনফারেন্সে গাইবান্ধা জেলার পুলিশপর সহকারী (সি- সার্কেল) উদয় কুমার সাহা, সহকারী পুলিশ সুপার শুভ্র দেব,পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা,এসআই (নিঃ) মো. আঃ মান্নান,মিজান সহ থানা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
প্রেস কনফারেন্সে আরো জানা যায়,গাইবান্ধা জেলার সুযোগ্য ও সম্মানিত পুলিশ সুপার মোঃ কামাল হোসেনের দিক নির্দেশনা মোতাবেক জেলা পুলিশের অপরাধ রোধকল্পে নিয়মিত অভিযানের অংশ হিসাবে পলাশবাড়ী পুলিশ ২৬ ফেব্রুয়ারী রবিবার দিনের ১২ টার দিকে পলাশবাড়ী থানাধীন পলাশবাড়ী পৌরসভাস্থ ১নং ওয়ার্ডের অন্তর্গত মহেশপুর মৌজাস্থ বিটিসি মোড়ের প্রায় ২’শ গজ দক্ষিনে জনৈক তপন কুমার রায়ের বসত বাড়ীর পশ্চিমে রংপুর হতে বগুড়াগামী মহাসড়কের উপর রংপুর টু গুড়া গামী যাত্রীবাহী বাস,যাহার (রেজিঃ নম্বর ঢাকা মেট্রো-ব-১৫-৭০১০) গাড়ীটি নিয়ে চেকিং করাকালে আসামীদের হেফাজত হতে বর্ণিত মাদকদ্রব্য ২৪কেজি গাঁজা দিয়ে ডিশ সংযোগের তার দিয়ে পেঁচানো তিনটি কয়েল উদ্ধার করা হয়। পরবর্তীতে উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে থানা পুলিশের অফিসার ইনচার্জ মাসুদ রানা,এসআই (নিঃ) আঃ মান্নান সঙ্গীয় ফোর্সসহ পলাশবাড়ী থানা পুলিশ আসামীদের মানকদ্রব্যের বিষয়ে জিজ্ঞাসাবাদে ধৃত আসামীগন উক্ত উদ্ধারকৃত গাঁজাগুলি কুড়িগ্রামের জেলার নাগেশ্বরী পশ্চিম রামখানা গ্রামের মো. আব্দুল আজিজ মিয়া (২৫), পিতা- মোঃ সোলেমান মিয়া, মাতা- আম্বিয়া বেগম এর নিকট হইতে বহন করার জন্য একে অপরের সহায়তায় বর্ণিত গাঁজাগুলি বাস যোগে বগুড়া অজ্ঞাতনামা ব্যক্তির নিকট নিয়ে যাচ্চছল বলে জানায়। উক্ত বিষয়ে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা মামলা রুজু হয়েছে। যাহা পলাশবাড়ী থানার মামলা (নং-২৮, তারিখ- ২৬/02/2023 খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ১৯(ক)/৪১)।
গাঁজাসহ গ্রেফতারকৃত কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার পশ্চিম রামপুরা গ্রামের দুলাল হোসেনের ছেলে ১) মোঃ জসিম আলী (২২),আলাউদ্দিন মিয়ার ছেলে ২) মোঃ আতিকুর রহমান (২৫), একই জেলার ফুলবাড়ী থানা বেড়াকুঠি মুন্সবপাড়া গ্রামের মজিবুর রহমানের ছেলে ৩। মোঃ জাহিদুল ইসলাম ওরফে জাকির (২০)। এর সাথে জড়িত আরো একাধিক ব্যক্তিকে গ্রেফতারে পুলিশের অভিযান চলমান রয়েছে৷