আমিরুল ইসলাম কবিরঃ
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার মেরীরহাট নামক স্থানে ইজিবাইকের নিচে চাপা পরে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে।
ওই শিক্ষার্থীর নাম সানাউল্লাহ (৫),সে মেরীরহাট দা হলি কোরআন একাডমীর প্লে গ্রুপের শিক্ষার্থী।
নিহত সানাউল্লাহ পলাশবাড়ী উপজেলার ২নং হোসেনপুর ইউপি’র দিগদারী গ্রামের মাওলানা বেলায়েত হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী আব্দুল্লাহ জানান,৮ মে সোমবার বেলা ১ টার দিকে সানাউল্লাহ স্কুল ছুটি শেষে ভ্যানযোগে বাসায় ফেরার সময় ভ্যান থেকে রাস্তায় পড়ে যায়।
তাৎক্ষণিক পিছন থেকে একটি ইজিবাইক এসে তাকে চাপা দেয়। স্থানীয়রা মারাত্মক আহত অবস্থায় সানাউল্লাহকে উদ্ধার করে পলাশবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে এবং চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে।
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
শিশুটির আকস্মিক মর্মান্তিক মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।