১৯৭৯ সালের সংসদ নির্বাচনে তিনি শহীদ জিয়া ‘আরপিও’ (আলটারনেটিভ রিফর্ম পলিসি অর্ডার) এর মাধ্যমে প্রথমবারের মতো ‘বহুদলীয় গণতন্ত্র’ পুনঃপ্রবর্তন করেন।
তিনি বলেন, শহীদ জিয়াউর রহমানের এই অবদান আজও দেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
মো. ফরহাদ হোসেন আজাদ বলেন, দেশে ফ্যাসিষ্ট সরকার বিদায় নিলেও তাদের অনুসারিরা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই জাতীয়তাবাদী চেতনার জিয়ার সৈনিকদের ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে।
তিনি আরও বলেন, এখন মুক্ত পরিবেশে কথা বলার সুযোগ সৃষ্টি হয়েছে। গণতন্ত্রের পুণরুদ্ধার হয়েছে।
আগামী দিনে জনতার ভোট অনুষ্ঠিত হবে, মানুষের ভালোবাসা নিয়ে তাদের মন জয় করতে হবে। তাদের সুখে দুঃখে পাশে থেকে সহযোগীতা করতে হবে।
শনিবার (২ নভেম্বর) পঞ্চগড়ের বোদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজ মাঠে বোদা উপজেলা ও বোদা পৌর জিয়া পরিষদের উদ্যোগে শহীদ জিয়া ও আমাদের গণতন্ত্র বিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পঞ্চগড় জেলা জিয়া পরিষদের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, পঞ্চগড় জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক কাজী মো. কায়েদে-ই-আজম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান, পৌর বিএনপির আহবায়ক আব্দুস সামাদ তারা, সদস্য সচিব দিলরেজা ফেরদৌস চিন্ময়, প্রধান শিক্ষক ইকবাল হোসেন, সহকারী শিক্ষক খালেদা আক্তার প্রমুখ।
আলোচনা শেষে জিয়া পরিষদ বোদা উপজেলা ও পৌর শাখা আংশিক কমিটি ঘোষণা করা হয়। প্রভাষক মো. জাকারিয়া কে সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী সেলিম মতি কে সাধারণ সম্পাদক করে বোদা উপজেলা কমিটি এবং সামিউল ইসলাম রন্টু কে সভাপতি ও মহব্বত হোসেন সাজু কে সাধারণ সম্পাদক করে বোদা পৌর কমিটি ঘোষনা করা হয়।