নরসিংদী প্রতিনিধি:
আওয়ামীলীগের দলীয় শৃংখল ভঙ্গকরে গঠনতন্ত্র পরিপন্থি নানা অনিয়মের অভিযোগে অব্যাহতি দেয়া হলো নরসিংদীর শিবপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুন-অর-রশিদ খানকে। সোমবার (৬ ডিসেম্বর) নরসিংদী জেলা আওয়ামীলীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব হোসেন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃংখল ভঙ্গ, অনৈতিকভাবে অর্থ আদায়, পদ বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক শিবপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি হারুন-অর-রশিদকে অব্যহতি প্রদান করা হয়। সেই সাথে উপজেলা আওয়ামীলীগের ১নং সিনিয়র সহ-সভাপতি মহসিন নাজিরকে দলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব অর্পন করা হয়। বর্তমান সাধারণ সম্পাদক শামসুল আলম ভুইয়া রাখিলকে সাথে নিয়ে দলীয় কার্যক্রম গতিশিল করতেও উল্লেখ করা হয় চিঠিতে। হারুন-অর-রশিদ খান দীর্ঘ ২৫ বছর যাবৎ শিবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি বর্তমানে শিবপুর উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যানও। সট: হারুন-অর-রশিদ খান, চেয়ারম্যান উপজেলা পরিষদ, শিবপুর, নরসিংদী। সট: জিএম তালেব হোসেন, ভারপ্রাপ্ত সভাপতি, জেলা আওয়ামীলীগ, নরসিংদী।