নিজস্ব প্রতিবেদক:
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম দিন দিন নিম্ন আয়ের মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।
শ্রমিকের মূল্য না বাড়লেও দিন দিন বাড়ছে দ্রবমূল্য।
বিশেষকরে জ্বালানি দ্রব্য গ্যাস,বিদ্যুৎ এবং তেলের মূল্যবৃদ্ধি।উক্ত দ্রব্যমূল্য বৃদ্ধি করাতে বাম গণতান্ত্রিক জোট রাজবাড়ি প্রেস ক্লাবের সামনে বিক্ষোব সমাবেশ করে।
এসময় বাংলাদেশ কমিউনিস্ট পার্টির রাজবাড়ি জেলা শাখার সভাপতি আব্দুস বলেন, সকালে বাজারে গিয়ে দেখি এক দাম বিকেলে গিয়ে দেখি আরেক দাম।এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী দ্রব্যমূল্যের দাম বাড়াচ্ছে।তারা সিন্ডিকেট করে অযৌক্তিকভাবে দ্রব্যের দাম বাড়াচ্ছে।আসুন মানুষকে বাঁচানোর জন্য,দেশকে বাঁচানোর জন্য একত্রিত হই। সোচ্চার হই এই অসাধু ব্যবসায়ী ও তাদের সাহায্যকারীদের।”
জেলা ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু কালাম মোস্তফা বলেন,
এভাবে দিন দিন বাড়ানো মানুষ মেনে নিতে পারে না। সরকারকে অনতিবিলম্বে দ্রব্যমূল্যের দাম কমাতে হবে।”
এসময় ওয়ার্কাস উপস্থিত ছিলো ওয়ার্কাস পার্টির অন্যান্য নেতা কর্মী সহ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।