আমিরুল ইসলাম কবিরঃ
গাইবান্ধার সাদুল্লাপুরে ধারাই শরুফুন্নেছা দাখিল মাদ্রাসায় ৫ ক্লাসে ১’শ ৬ জন শিক্ষার্থীর মাঝে উপস্থিত মাত্র ১৬ জন এবং দশম (দাখিল) শ্রেণীতে উপস্থিত একজন শিক্ষার্থীও নেই..! লেখাপড়ার মান একেবারে তলানীতে।
ওই উপজেলার ৭নং ইদিলপুর ইউনিয়নের ধারাই মৌজায় এ দাখিল মাদ্রাসাটি ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হয়।
মাদ্রাসাটির লেখাপড়ার মান নিম্ন মুখী এবং উপস্থিত খুবই কম এলাকাবাসীর এমন অভিযোগ দীর্ঘদিনের। আর এ অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য সোমবার (২০ ফেব্রুয়ারি) মাদ্রাসা চলাকালীন সময়ে তথ্যানুসন্ধানে সরেজমিনে গেলে এ সব অভিযোগের সত্যতা মেলে।
ওই মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মোজাম্মেল হক মন্ডলের নিকট জানতে চাইলে তিনি,৬ষ্ট শ্রেণীতে ২০ জন,৭ম শ্রেণীতে ২০জন,৮ম শ্রেণীতে ১৬ জন,৯ম শ্রেণীতে ১৫ জন এব দশম (দাখিল) শ্রেণীতে ৩৫ জন মিলে মোট ১’শ ৬ জন ছাত্র ছাত্রী খাতা কলমে হিসাব দেখান। তবে শ্রেণী কক্ষে উপস্থিত দেখা যায়,৬ষ্ঠ শ্রেণীতে ৪জন,৭ম শ্রেণীতে ৪জন,৮ম শ্রেণীতে ৪ জন,৯ম শ্রেণীতে ৪ জন এবং দশম (দাখিল) শ্রেণীতে ৩৫ জন ছাত্র ছাত্রীর মধ্যে একজনও উপস্থিত নেই। এছাড়াও লেখাপড়ার মান একেবারে নিম্ন মুখী।
এ ব্যাপারে সচেতন অভিজ্ঞ মহল ওই মাদ্রাসার লেখাপড়ার মান বৃদ্ধি ও শিক্ষার্থীদের উপস্থিত শতভাগ নিশ্চিত করতে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা পালন সহ সংশ্লিষ্ট ঊর্ধতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।