এ.বি.এম.সিদ্দীকুল্যাহ সাগর
প্রভু তুমি কর ক্ষমা এই পাপি জনে,
কেউ নেই তুমি ছাড়া ডাকি যাকে মনে।
প্রভু তুমি কর দয়া রব নিজ গুনে,
ক্ষমা আমি পাবো বলে যাই স্বপ্ন বুনে।
পাপি তাপি সবে মিলে তুলি দুই হাত,
প্রভু তুমি কর ক্ষমা দাও গো নাজাত।
তোমার রহম আজ বড় প্রয়োজন,
মিছে হয়ে যাচ্ছে দেখো সব আয়োজন।
রঙ্গ লিলা মিছে মায়া দুনিয়ার মান,
সব কিছু মিছে আজ দামি শুধু প্রাণ।
তোমার রহম পেতে তুলি দুই হাত,
ক্ষমা কর ওহে প্রভু করি মুনাজাত।
আমি পাপি মহা তাপি চাই শুধু ক্ষমা,
পাপের খাতায় পাপ করবো না জমা।