সমমনা রাজনৈতিক দল সমূহের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, দেশপ্রেমিক নাগরিক পার্টির চেয়ারম্যান আহসান উল্লাহ শামীম, বাংলাদেশ মুসলিম সমাজের চেয়ারম্যান মোহাম্মদ মাসুদ হোসেন, বাংলাদেশ মুসলিম লীগ এর সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান ভূঁইয়া, বাংলাদেশ রিপাবলিকান পার্টির চেয়ারম্যান অধ্যাপক বাজলুর রহমান আমিনী, দেশপ্রেমিক নাগরিক পার্টির মহাসচিব ড. মোহাম্মদ শওকত হোসেনসহ কয়েকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গত ৭ ডিসেম্বর পুলিশি হামলায় ঘটনাকে ৭১’র পাক হানাদার বাহিনীর বর্বরতাকেও হার মানিয়েছে অভিহিত করে এ হামলার তীব্র নিন্দা জানান।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান ও কারাবন্দি জাতীয় আলেম ওলামাসহ সকল নেতৃবৃন্দের মুক্তির জোর দাবি জানান।