মো.মহসিন রেজা,শরীয়তপুর থেকে।।
ক্রাইম রিপোর্টার ও শরীয়তপুর জেলা থেকে প্রকাশিত সাপ্তাহিক বালুচর পত্রিকার সম্পাদক ও প্রকাশক এম এ ওয়াদুদ মিয়াকে হত্যার হুমকি দিয়েছেন শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার পালেরচর ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোজাম্মেল হক ও তার সহচরগণ।
এই ঘটনায় ১০ আগষ্ট বুধবার সাংবাদিক এম এ ওয়াদুদ মিয়া জীবনের নিরাপত্তা চেয়ে জাজিরা থানায় একটি সাধারণ ডায়রী করেছেন। যার নাম্বার হচ্ছে ২৮৫।
এ ব্যাপারে সাংবাদিক এম এ ওয়াদুদ মিয়া বলেন, গত ৮ আগষ্ট পেশাগত দায়িত্ব পালনের জন্য জাজিরা উপজেলার পালেরচর ইউনিয়নে যাই। সেখানে পালের চর ইউনিয়নের ভূমি কর্মকর্তা মোজাম্মেল হকের কিছু অনিয়ম ও দুর্নীতির তথ্য সংগ্রহ করি। পরে তার বক্তব্য আনার জন্য অফিসে গেলে তিনি আমার সাথে অসৌজন্য মূলক আচরণ করেন এবং তার বড় ভাই মোশারফ হোসেন, ভাতিজা মহিউদ্দিন ও ভাগিনা লাবিব হোসেনের সন্ত্রাসী ক্যাডার বাহিনী দিয়ে আমার হাত-পা ভেঙ্গে ফেলা সহ প্রাণনাশে হুমকি দেন। আমি আমার জীবনের নিরাপত্তা চেয়ে জাজিরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।
এ ব্যাপারে জাজিরা থানার (ওসি তদন্ত) মোঃ সুরুজ উদ্দিন আহমেদ বলেন, সাংবাদিক ওয়াদুদ মিয়া তার জীবনের নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরী করেছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।