কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ কেরানীগঞ্জ কোন্ডা ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। উপজেলার পরিচিত মুখ,অত্র ইউনিয়ন পরিষদের নির্বাচিত দু’বারের সফল ও জনপ্রিয় চেয়ারম্যান সাইদুর রহমান চৌধুরী ফারুক । আজ ৩১ অক্টোবর(রবিবার) বেলা ১২ টায় বিপুল সংখ্যক সমর্থক ও দলীয় নেতাকর্মীদের নিয়ে রিটার্নিং অফিসার শহিদুল আমিনের নিকট তার মনোনয়ন পত্র জমা দেন। এসময় তার সাথে ছিলেন, প্রস্তাবকারি ও কোন্ডা ইউনিয়ন যুবলীগ সভাপতি হাজী সুলতান মাহমুদ, সমর্থনকারী ও কোন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক হারুন অর রশিদ, শিল্পপতি কাজী সুলতান মাহমুদ সাইফুল, আওয়ামীলীগ নেতা হাজী আবু বকর,হাজী মোঃ ইনসান, ফজলুর রহমান, জিয়া রহমান, ছাত্রলীগ নেতা মোঃ আসাদুজ্জামান রাসেল, জসিম আহমেদ নিরবসহ অনেকে।