কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি◊◊
ঢাকার কেরানীগঞ্জে গত ১৮ অক্টোবর পেশাগত দায়িত্ব পালন করার সময় পুলিশ কর্তৃক সাংবাদিক লাঞ্ছিত হওয়া ঘটনার পাঁচদিনে অতিবাহিত হওয়ার পরও অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ না করায়
প্রতিবাদ সমাবেশ করেছে কেরানীগঞ্জে কর্মরত সাংবাদিকরা।
আজ (২৩ অক্টোবর) সোমবার সকাল ১১ টায় কেরানীগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে এ প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।
উপজেলার কদমতলী গোলচত্বর এলাকায় কেরানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ রায়হান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তফা কামালের সঞ্চালনায় বক্তারা প্রতিবাদ সভায় ৭২ ঘন্টার মধ্যে ইন্সপেক্টর আনোয়ার হোসেনের প্রত্যাহার ও বিভাগীয় শাস্তির দাবি জানান।
অন্যথায় পুলিশের সকল নিউজ বর্জন ও আরো কঠোর কর্মসূচি গ্ৰহনের ঘোষণা করেন বক্তারা।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কেরানীগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শফিক চৌধুরী, সহ-সভাপতি আলমগীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বিপ্লব, নির্বাহী সদস্য দেলোয়ার হোসেন, মোহাম্মদ রাকিব হোসেন, এইচ এম আমিন, সাবেক সাধারন সম্পাদক আলতাফ হোসেন মিন্টু,মোহাম্মদ ইউসুফ আলী, ইকবাল হোসেন রতন, আবু জাফর, নাসির উদ্দিন লিটন।
এ সসয় আরো উপস্থিত ছিলেন, নাজিমুদ্দিন ইমন, লিটন খান, মোঃ এরশাদ হোসেন, রাজু আহমেদ, মাসুদ মুন,আশিক নুর, নাসির উদ্দীন টিটু, মোঃ ফরিদ, সোহরাওয়ার্দীর শ্যামল, আরিফুল ইসলামসহ কেরানীগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সকল সাংবাদিকগন।
উল্লেখ: গত ১৮ অক্টোবর বুধবার বাংলা টিভির কেরানীগঞ্জ প্রতিনিধি আরিফুল ইসলামের উপর দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন জাজিরা পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক আনোয়ার হোসেন দায়িত্ব পালনকালে হামলা করে লাঞ্ছিত ও ক্যামেরা ভাংচুর করেন।