কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ
ঢাকার কেরানীগঞ্জে ঢাকা জেলা জাতীয় শ্রমিকলীগের আয়োজনে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে।আজ (২৭ আগস্ট) শনিবার সকাল ১১ টায় দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের হাসনাবাদ এলাকায় এ দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়।
ঢাকা জেলা জাতীয় শ্রমিকলীগ প্রতিষ্ঠাতা সভাপতি এমদাদুল হক দাদনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও শুভাঢ্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মোঃ ইকবাল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, শুভাঢ্যা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি মোঃ বাসের উদ্দিন, শ্রামিক লীগ নেতা রিয়াজ উদ্দিন লিটন বখ্স প্রমুখ। অনুষ্ঠান শেষে গরীব ও অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।