কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ
মনি রাজবংশী পেশায় একজন পিঠা বিক্রেতা। থাকেন কেরানীগঞ্জ উপজেলার কালিন্দী ইউনিয়নের ব্রাম্মনকিত্তা মালোপাড়া এলাকায় তার পৈত্রিক ভিটায়। বাড়ির সামনেই একটি টং দোকান করে তিনি পিঠা বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। এই বাড়ীতেই থাকে তার আরেক বোন বনলতা ভৌমিক। কিছুদিন যাবৎ এলাকার কয়েকজন প্রভাবশালী মিলে তাদের বাড়ি থেকে উৎখাতের হুমকি দিচ্ছে। এমনকি বাড়ী থেকে বেরিয়ে না গেলে বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেয়ার হুমকিও দেয় তারা। এব্যাপারে নিজেদের নিরাপত্তা চেয়ে ভুক্তভোগী মনি রাজবংশী কেরানীগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। মনি রাজবংশী বলেন, এই বাড়ীটির মালিক আমার বাবা সচিন্দ্র রাজবংশী। বাবা মারা যাওয়ার পর ৩০ বছর ধরে আমরা ৩ বোন এই বাড়ীতেই থাকি। বিয়ের পর ছোট বোন অঞ্জনা পোদ্দার শ্বশুরবাড়ি রামপুরা থাকেন। আমরা দুই বোন এখানে থাকি। কিন্তু কয়েকদিন ধরে এলাকার কয়েকজন প্রভাবশালী আমাদের বাড়ী থেকে বেরিয়ে যেতে বলছে। বাড়ী থেকে বেরিয়ে না গেলে বাড়ীঘর আগুন দিয়ে জালিয়ে দেয়ার হুমকিও দেয় তারা। কারা হুমকি দিচ্ছে জানতে চাইলে তিনি বলেন, এলাকার প্রভাশালীরাই হুমকি দিচ্ছেন। তাদের নাম বলার সাহসও আমাদের নেই। এব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ছালাম মিয়া বলেন, এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি, বিষয়টি আমরা গুরুত্বের সাথে দেখছি।