কেরানীগঞ্জ প্রতিনিধি:
সারা দেশের মতো কেরানীগঞ্জ উপজেলায়ও কালেক্টরেট সহকারী সমিতির (বাকাসস) সদস্যরা কর্মবিরতি পালন করছে।আজ রোববার সকাল ৯টা থেকে কেরানীগঞ্জ উপজেলায় এ কর্মবিরতি পালন করছেন তারা। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত মোট ১১ দিনের কর্ম বিরতি ঘোষণা দিয়েছেন কালেক্টরেট সহকারী সমিতির কেন্দ্রীয় কমিটির নেতারা। সকাল ০৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কর্মবিরতি চলবে।
এ সময় কেরানীগঞ্জ উপজেলার সিএ কাম ইউডিএ কর্মকর্তা মো. আমান উল্লাহ বলেন, পদবি পরিবর্তন করে গ্রেড উন্নীতকরণের দাবী মেনে নিন। ১১ দিনের মধ্যে সরকার এর একটি সমাধান করবে বলে আমরা আশা করি। আর দাবী দাওয়া না মানলে কেন্দ্রীয় কালেক্টরেট সহকারি সমিতির কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করবো। কেন্দ্রীয় কমিটির নেতারা জানিয়েছেন, দাবি দাওয়া মানা না হলে আগামী ৫ ডিসেম্বর ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করা হবে। আর এ কর্মসূচিতে অংশ নেবে বাংলাদেশের কালেক্টরেট সহকারী সমিতির সদস্যরা।
কর্মবিরতিতে অংশগ্রহণ করেন উপজেলা কালেক্টরেট সহকারি সমিতির সদস্য সার্টিফিকেট সহকারী শরীফ হোসাইন খান, উপজেলা টেকনিশিয়ান জীবন বিশ্বাস, রাজীব দত্ত, জিল্লুর রহমান, মাহবুবুর রহমান, আনোয়ার হোসেন সোহেল রানা সহ কালেক্টটরী সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।