কেরানীগঞ্জ প্রতিনিধিঃ
কেরানীগঞ্জ ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ গত মাসে ৮টি উন্নয়ন কাজের একাধিকবার দরপত্র আহবান করলেও সে কাজের জন্য কোন ঠিকাদার দরপত্র জমা দেননি বলে জানিয়েছেন কেরানীগঞ্জ ঢাকা পল্লী বিদ্যুৎ চার কর্তৃপক্ষ। এতে উন্নয়ন কাজে বিঘ্নিত হচ্ছে সাধারন গ্রাহক সেবা, গ্রহকের ভোগান্তির শেষ নাই । এ ব্যপারে এ আর কোং এর মালিক ঠিকাদার দিজেন্দ্রনাথ বর্মন বলেন, বিদ্যুৎ কর্তৃপক্ষের কিছু অযুক্তিক ও অমানবিক শর্ত আমাদের উপর আরোপ করেছে । শর্ত গুলো হলো কোন লোক কাজ করা অবস্থায় মারা গেলে ঠিকাদার প্রতিষ্ঠানকে তাকে ১০ লক্ষ টাকা,আর কোন আহত হলে তাকে ৫ লক্ষ টাকা দিতে হবে। যা মেনে নেয়া আমাদের পক্ষে অসম্ভব। তাই আমরা কেন্দ্রিয় ঠিকাদার সমিতির সিদ্ধান্ত মোতাবেক কেরানীগঞ্জের ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর আহবান করা দরপত্রে অংশ গ্রহন করিনি।কেরানীগঞ্জ ঢাকা পল্লীবিদ্যুৎ ঠিকাদার সমিতির সভাপতি মো.আবেদ আলী মন্ডল জানান,কাজ করার সময় দূর্ঘটনায় কোন শ্রমিক আহত বা নিহত হলে আমাদের উপর ৫ লাখ ও ১০ লাখ টাকা ক্ষতি পুরন ধার্যকরেন বিদ্যুৎ কর্তৃপক্ষ। তার দাবী আমরা কাজ করার সময় পাওয়ার অন অফ লাইন পল্লী বিদ্যুৎ নিয়ন্ত্রণ করে, আর কাজ চলাকালে তাদের অযান্তে ভুল কারণে বিদ্যুৎ সংযোগ সচাল করার কারনে এ দুর্ঘটনা ঘটে এ দায় তারা নিতে নারাজ অথচ,বিদ্যুৎ লাইন নিয়ন্ত্রন করে বিদ্যুৎ কর্তৃপক্ষ। তিনি আরো বলেন, পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ আলোচনা না করেই একক ভাবে আমাদের উপর ক্ষতিপুরন আরোপ করার প্রতিবাদে কেন্দ্রিয় পল্লীবিদ্যুৎ ঠিকাদার সমিতির সিদ্ধান্ত মোতাবেক কেরানীগঞ্জ ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি -৪ এর কোন দর পত্রে আমরা অংশ গ্রহন করিনি।
এ ব্যপারে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর ডিজিএম (কারিগরী ) মো.আবদুণ নূর জানান, আমরা গত মাসে ৮টি উন্নয়ন কাজের জন্য দরপত্র আহবান করলে পল্লী বিদ্যুতের কোন ঠিকাদার সে আহবানে সাড়া দেয়নি । বিষয়টি আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।