নিজস্ব প্রতিবেদক:
আজ রবিবার (১৭ এপ্রিল) ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোবাশ্বের চৌধুরীর নেতৃত্বে শ্রদ্ধার্ঘ অর্পণে অংশ নেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি নির্মল কুমার চ্যাটার্জী, মজিবুর রহমান স্বপন, সুব্রত পুরকায়স্থ, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম, শাহ্ জালাল মুকুল, গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কে.এম. মনোয়ারুল ইসলাম বিপুল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আহম্মদ উল্লাহ জুয়েল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার কোবাদ হোসেন সহ কেন্দ্রীয় ও মহানগর (উত্তর-দক্ষিণ) স্বেচ্ছাসেবক লীগ এর নেতৃবৃন্দরা।