।।রাজিবুল হাসান, ঢাকা থেকে।।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ আয়োজিত ‘ইফতার ও দোয়া মাহফিল’ কলাবাগান ক্রীড়া চক্র প্রাঙ্গনে অনুষ্ঠিত করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাড. জাহাঙ্গীর কবির নানক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দীন নাছিম, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আলহাজ্ব অ্যাড. মোল্লা মোঃ আবু কাওছার, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি জননেতা নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি, শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আজম খসরু।
এছাড়াও স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, জাতীয় পরিষদ সদস্য,ঢাকা মহানগর উত্তর, দক্ষিণসহ বিভিন্ন জেলা ও মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।