ঘোড়াঘাট(দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে হীডবাংলাদেশ মাইক্রোফাইন্যান্স কর্মসূচির অওতায় ২০২১ সালের এসএসসি ও এইচএসসি পরিক্ষায় জিপিএ প্রাপ্ত মেধাবী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও এককালীন উপবৃত্তি প্রদান অনুষ্ঠীত হয়েছে।
শনিবার (২৩ এপ্রিল) ঘোড়াঘাট উপজেলা পরিষদের অডিটোরিয়ামে হীডবাংলাদেশ গাইবান্ধা এলাকা কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২১ এর আয়োজন করে। অনুষ্ঠানে হীড বোর্ড এর চেয়ারম্যান এ্যাড. বার্ণাড তমাল মন্ডলের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঘোড়াঘাট, কামদিয়া ও কাটাবাড়ী শাখার সদস্যাদের সন্তানদের মধ্যে থেকে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তি ও ক্রেষ্ট প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাফিউল আলম।
এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হীডবাংলাদেশ গাইবান্ধা এরিয়া ম্যানেজার দীপক জোদ্দার সহ শাখা ব্যবস্থাপকগন।
অনুষ্ঠানে ২৩২ জন মেধাবী ছাত্র ছাত্রীদের মধ্যে ৭, ৯০০০০/- টাকা এককালীন উপবৃত্তি ও ক্রেষ্ট প্রদান করা হয়। বৃত্তি প্রদান অনুষ্ঠানে কয়েকশ শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা নিজ হাতে বৃত্তির চেক ও ক্রেষ্ট পেয়ে উচ্ছাস প্রকাশ করেন।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন হীডবাংলাদেশ ঘোড়াঘাট শাখার ম্যানেজার রবিউল ইসলাম।