রূপগঞ্জ প্রতিনিধি:
রূপগঞ্জ থানার কায়েতপাড়া ইউনিয়নের মাঝিনা নদীপার এলাকায় ওয়েলকেয়ার কনসোর্টিয়াম লিঃ প্রজেক্টে সন্ত্রাসীরা ফের হামলা ও ভাংচুর করে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। ২২ এপ্রিল সকাল ১১ টায় এ হামলার ঘটনা ঘটে। এব্যাপারে রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছে ওয়েলকেয়ার কনসোর্টিয়াম লিঃ এর প্রশাসনিক কর্মকর্তা মো: মিজানুর রহমান। হামলাকারী সন্ত্রাসীরা হলেন, বড়ালু পাঁড়াগাও এলাকার বাসির উদ্দিনের ছেলে মহিউদ্দিন, নাওড়া এলাকার মজনু মিয়ার ছেলে মুসা মিয়া, সামসুল ইসলামের ছেলে তুষার, ইছাখালী এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে আবু বক্কর সিদ্দিক , মাঝিনা নদীপার এলাকার মৃত শুক্কুর মাহমুদ এর ছেলে মোমেন, ইছাখালী এলাকার আব্দুর রহিম ওরফে লাল মিয়ার ছেলে মো: শরীফ, সাদ্দাম, মাঝিনা নদীপার এলাকার কুদ্দুসের ছেলে আল- আমিন, আইয়ুব হোসেন এর ছেলে আমির হোসেন, অলিউল্যার ছেলে ইকতিয়ার , আইয়ুব হোসেন এর ছেলে নাজির হোসেন, ছানাউল্লার ছেলে নাজমুল, মৃত ইসলাম মিয়ার ছেলে শাকিল। এসময় হামলাকারী সন্ত্রাসীরা ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। অভিযোগ থেকে জানাযায় , মাঝিনা নদীপার এলাকায় ওয়েলকেয়ার কনসোর্টিয়াম লিঃ এর একটি প্রজেক্ট রয়েছে। কোম্পানীর মাধ্যমে তারা জমি ক্রয়- বিক্রয়ের ব্যবসা করে আসছে। ২২ এপ্রিল সকাল ১১ টায় সন্ত্রাসীরা পিস্তল,রামদা,ছেন, লোহার পাইপ নিয়ে জোরপূর্বক মাঝিনা নদীপার এলাকায় ওয়েলকেয়ার কনসোর্টিয়াম লিঃ প্রজেক্টে প্রবেশ করে চাঁদাদাবি করে। চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা প্রজেক্টের অফিসে অগ্নিসংযোগ ও ভাংচুর করে। এতে ৫ লাখ টাকা ক্ষতি হয়েছে। অফিস স্টাফ মহসিন বাধা দিতে গেলে আসামিরা মহসিনকে মারপিট করে মারাত্বক আহত করেছে। খবর পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে আসলে আসামিরা প্রাণনাসের হুমকি দিয়ে চলে যায়। যাওয়ার সময় আসামিরা অফিস স্টাফ আবু এর ব্যবহৃত একটি ইয়ামাহা ১৫০ সিসি মোটরসাইকেল নিয়ে যায়। প্রসঙ্গত গত ৮ এপ্রিল সকাল ১১ টায় সন্ত্রাসীরা মাঝিনা নদীপার এলাকায় ওয়েলকেয়ার কনসোর্টিয়াম লিঃ প্রজেক্টে হামলা চালিয়ে ভাংচুর করে। এ ঘটনায় গত ১১ এপ্রিল রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে ওয়েলকেয়ার কনসোর্টিয়াম লিঃ এর প্রশাসনিক কর্মকর্তা মো: মিজানুর রহমান।