মঞ্জুরুল ইসলাম মঞ্জু,লালমনিরহাট◊◊
লালমনিরহাটের কালীগঞ্জে প্রতিপক্ষের রোষানলে পড়ে মিথ্যা মামলায় হয়রানির শিকার হচ্ছেন এক কৃষক পরিবার। এ ঘটনায় ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন জাহাঙ্গীর আলম লিটু নামে ভুক্তভোগী ওই কৃষক।
বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুরে কালীগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাহাঙ্গীর আলম লিটু বলেন, আমি একজন কৃষক। কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করি। কিছুদিন আগে কাকিনা চাপারতর এলাকার প্রতিবেশী মৃত নুরুল ইসলাম সেনাপতির ছেলে সুহান-উল-হাবিবের কিছু জমি আমি ক্রয় করি। কিন্তু তার ছোট ভাই সাফিউল হাবিব মুন্না এতে ক্ষিপ্ত হয়ে আমার ওপর নানা রকমের হুমকি ধামকি ও ভয়ভীতি দেখাতে শুরু করেন। এর জেরে গত ১ জানুয়ারি একজন চরিত্রহীন নারীকে দিয়ে আমার নামে একটি মিথ্যা মামলা দায়ের করা হয় এবং আমাকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে আমি জামিনে মুক্ত হয়ে আসি। এছাড়া তার সহযোগী একাধিক হত্যা মামলার আসামি আব্দুল খালেক আমাকে সরাসরি হত্যার হুমকি দেয়।
লিখিত বক্তব্যে জাহাঙ্গীর আলম লিটু আরও বলেন, গত মঙ্গলবার আনুমানিক রাত সাড়ে দশটার দিকে আমার ব্যক্তিগত মামলা সংক্রান্ত কাজে আমি কালীগঞ্জ থানায় যাই এবং সেখানে ঘণ্টা খানেক অবস্থানের পর আমি বাড়ির উদ্দেশ্যে রহনা দেই। ইতোমধ্যে আমার স্ত্রী আমাকে ফোনের মাধ্যমে জানায় যে, কালীগঞ্জ থানার থানার এসআই আল-আমিনের নেতৃত্বে ৫/৭ জন পুলিশ আমার বাড়িতে ঢুকে তল্লাশি চালায়। এক পর্যায়ে তারা আমার বাড়ির ঘর থেকে অনেক দূরে আমার সুপারি বাগানের পাশে টিনের বেড়ার কাছ থেকে একটি ব্যাগের মধ্যে কয়েক বোতল ফেনসিডিল এবং কিছু ইয়াবা উদ্ধার করেন। এ সময় বেশ কিছু স্থানীয় জনসাধারণসহ স্থানীয় ইউপি মেম্বার ইয়াছিন আলি ও তুহিনুর রহমান তুহিন এবং সাবেক ইউপি মেম্বার ও ১নং ওর্য়াডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অফিয়ার রহমান উপস্থিত ছিলেন। এটি যে একটি সাজানো ঘটনা সেটি উপস্থিত সকলেই পুলিশকে অবহিত করেন এবং যেখানে যে ব্যাগটি পাওয়া যায় তার বাউন্ডারি বেড়ার নিচের ফাঁকা অংশ দিয়ে বাইরে থেকে যে ঢুকে দেওয়া হয়েছে তা স্পষ্ট বোঝা যায়। আমার মাদকদ্রব্য গ্রহণ কিংবা এর সঙ্গে কোনো রকমের সংশ্লিষ্টতা কোনোদিনও ছিল না। এমনকি আমি কখনও ধূমপান করিনি। কৃষি কাজ করে দিনাতিপাত করি।
এমতাবস্থায় আমি এবং আমার পরিবারের লোকজনের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। বিষয়টির সুষ্ঠু তদন্ত ও প্রশাসনের সহযোগিতায় ন্যায়বিচারের দাবি জানাই।
এ বিষয়ে সাফিউল হাবিঞ্জ মুন্না বলেন, আমার ভাই তার কাছে জমি বিক্রি করেছে এতে আমার ক্ষিপ্ত হওয়ার কি আছে। আমি তার বিরুদ্ধে কোনো মামলা করিনি বা করাইনি।
কালীগঞ্জ থানার ওসি গোলাম রসুল বলেন, ১১ বোতল ফেন্সিডিল বাড়ির বেড়ার পাশ থেকে উদ্ধার করা হয়েছে। সে সময় লিটু বাড়িতে ছিলেন না। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।